পৃষ্ঠাসমূহ

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

ফায়ারফক্সে যোগ হচ্ছে নতুন সুবিধা

নতুন অপশন যুক্ত হচ্ছে ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে। মূলত প্রাইভেট ব্রাউজিং কে আরো বেশি প্রাইভেট এবং নিরাপদ করতেই এ অপশন যুক্ত করা হচ্ছে বলে দাবী করেছে ফায়ারফক্স। ব্যবহারকারীদের কাছ থেকে নিরাপত্তাজনিত অভিযোগের ভিত্তিতেই এমন অপশন নিয়ে আসছে মোজিলা। যাতে অনলাইনে তাদের চলাফেরা আরো নিরাপদ হয়।

মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

প্ল্যাস্টিক দিয়ে তৈরি হবে মহাসড়ক

সাধারণত সড়ক-মহাসড়ক তৈরির জন্য কাঁচামাল হিসেবে পিচ ব্যবহৃত হয়। কিন্তু পিচের মসৃণ সড়কেও এক সময় ফাটল ধরে। তাই বছর বছর নিয়ম করে কার্পেটিং করতে হয়। এটা যেমন সময় সাধ্য তেমনি এর খরচও বেশি। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা প্ল্যাস্টিকের সড়ক উদ্ভাবনের কথা জানিয়েছেন। ফেলে দেওয়া পুরনো প্লাস্টিক পুনরায় ব্যবহার উপযোগী করে

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

Symphony Xplorer P6

সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সিম্ফনি এক্সপ্লোয়ার পি-৬ নিয়ে আলোচনা করবো। কিছুদিন আগে সিম্ফনি রিলিজ করলো তাদের ফ্যাবলেট সিরিজের নতুন স্মার্টফোন Symphony Xplorer P6 যার মূল্য মাত্র ৯,৯৯০ টাকা।

আরো ১০০% দ্রুতগতির ব্রাউজার আনছে মাইক্রোসফট

ইন্টারনেট এক্সপ্লোরার এখন ইতিহাস। অনেক নতুন ব্রাউজার এসে গিয়েছে। সমীক্ষা বলছে, বিশ্বে যত লোক ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের মধ্যে বেশিরভাগই ব্রাউজার হিসাবে ক্রোমাকেই পছন্দ করেন। কেন? ক্রোমা বেশ দ্রুত কাজ করে। এক কথায় বেশ ফাস্ট। যারা ক্রোমাকে ফাস্ট বলছেন, তারা Edge-তে ব্রাউজ করলে বলবেন, এটা রকেট!

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

১১১ ভাষায় আসছে উইন্ডোজ ১০

এই গ্রীষ্মে ১৯০টি দেশে ১১১টি ভাষায় আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরি মিয়ারসন সম্প্রতি ব্লগ পোস্টে এই  তথ্য নিশ্চিত করেছেন।

মাইক্রোসফটের আগের দুটি ভার্সন উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারকারীরা বিনামূল্যে আপগ্রেড করে নিতে পারবেন উইন্ডোজ ১০। উইন্ডোজেরজেন্যুইন এবং পাইরেট কপি উভয় ব্যবহারকারীই পাচ্ছেন আপগ্রেডিংয়ের সুবিধা।

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

অর্থ লেনদেনের সুবিধা চালু করছে ফেজবুক

ফেসবুকে থেকেই বন্ধুদের জন্য টাকা পাঠানো যাবে। এমনকি নিজের প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে টাকা ধারও নেয়া যাবে। টাকা লেনদেনের এমন সেবা নিয়ে আসছে ফেসবুক। অচিরেই ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন।

ফেসবুকের মাধ্যমে অর্থ লেনদেন করার এই সেবাটি পেপালের মাধ্যমে যুক্ত থাকবে। এ সেবায় স্মার্টফোনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে অর্থের লেনদেন করা যাবে।

এই গ্রীষ্মেই আসছে উইন্ডোজ ১০

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ তাদের নতুন ভার্সন ‘উইন্ডোজ ১০’ বাজারে ছাড়ার সময় ঘোষণা করেছে। এই গ্রীষ্মেই অবমুক্ত করা হবে এটি।  যদিও এর আগে উইন্ডোজের নতুন ভার্সনগুলো শর‌ৎকালে অবমুক্ত করা হয়েছিল। এবারই এই নিয়মের ব্যতিক্রম করতে যাচ্ছে মাইক্রোসফট ইনকরপোরেশন।

বুধবার, ১৮ মার্চ, ২০১৫

২০২০ সালে আসছে গুগলের চালকবিহীন গাড়ি

২০২০ সালের মধ্যেই বাজারে আসছে গুগলের স্বনিয়ন্ত্রিত গাড়ি। টেকনোলজি, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিজাইন(টিইডি) সেমিনারে এসব কথা জানান গুগলের স্বনিয়ন্ত্রিত গাড়ি প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন।
ক্রিম আর্মসন জানান, তার ছেলে ১১ বছর বয়স পার করেছে। সে এখনও গাড়ি চালানোর জন্য লাইসেন্স পাওয়ার উপযুক্ত হয়নি। সাড়ে চার বছর পর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

পাসওয়ার্ড ছাড়াই ইমেল লগইন

এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যাবে ইয়াহু মেইল অ্যাকাউন্ট। এর বিকল্প হিসেবে ‘অন-ডিমান্ড’ নামে নতুন একটি পাসওয়ার্ড সেবা চালু করেছে ইয়াহু। এই সেবা চালু করা হলে অ্যাকাউন্ট লগইন করার জন্য পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহারকারীদের মোবাইলে একটি কোড পাঠাবে ইয়াহু। কোডটি পাসওয়ার্ডের মতো কাজ করবে।

উইন্ডোজ ১০ এর নতুন চমক

উন্ডোস ১০ বাজারে আসার আগেই নতুন নতুন চমক শোনা যাচ্ছে। এবার শোনা গেল আরেক চমক- উইন্ডোজের অন্যসব অপারেটিং সিস্টেমের তুলনায় উইন্ডোজ ১০ ইনস্টল করতে কম জায়গা লাগছে। ফলে ব্যবহারকারীর অনেক জায়গা বেঁচে যাবে।
সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন একটি ব্লগ পোস্টে এই তথ্য জানায়।
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks