পৃষ্ঠাসমূহ

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

ফায়ারফক্সে যোগ হচ্ছে নতুন সুবিধা

নতুন অপশন যুক্ত হচ্ছে ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে। মূলত প্রাইভেট ব্রাউজিং কে আরো বেশি প্রাইভেট এবং নিরাপদ করতেই এ অপশন যুক্ত করা হচ্ছে বলে দাবী করেছে ফায়ারফক্স। ব্যবহারকারীদের কাছ থেকে নিরাপত্তাজনিত অভিযোগের ভিত্তিতেই এমন অপশন নিয়ে আসছে মোজিলা। যাতে অনলাইনে তাদের চলাফেরা আরো নিরাপদ হয়।

"Do Not Track" নামের এ নতুন অপশনটির মাধ্যমে ফায়ারফক্স বিভিন্ন সাইটের ব্রাউজিং ডেটাগুলোকে (কুকিজ, ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং) ব্লক করে রেখে দিবে যাতে করে অন্য কোন থার্ডপার্টির অ্যাপ সেসব ব্রাউজিং ডেটাগুলো ট্র্যাক করতে না পারে। যদিও এমন সিদ্ধান্তের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনার মুখে পড়ছে মোজিলা।

তবে মোজিলা জানিয়েছে, ফায়ারফক্স ব্যবহারকারীদের অধিক নিরাপত্তার স্বার্থে কোন প্রতিষ্ঠানের সমালোচনাই তারা কানে তুলবে না। 

নতুন সুবিধাটি আপাতত ফায়ারফক্সের ডেভেলপার এডিশনের মধ্যে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য এবং ফায়ারফক্স অরোরার (অ্যান্ড্রয়েডের জন্যে) মাধ্যমে উপভোগ করা যাবে। তবে জানা গেছে বর্তমানে প্রি-বেটা ভার্সনে থাকা এ টুলটি দ্রুত ফায়ারফক্সের পরবর্তী ভার্সনগুলোতে যুক্ত করা হবে। এতে করে কিছু কিছু ওয়েবসাইট যথাযথ লোড হওয়ার বিষয়টি নির্ভর করবে তারা কি ধরনের ডেটা ট্র্যাক করতে চায় তার উপর।
  
নতুন এ টুলটি সম্পর্কে মোজিলা জানিয়েছে, এটির মাধ্যমে যে অ্যাড-অনগুলো কম্পিউটারে ম্যালওয়ার ছড়াতে অথবা ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে পারে তাও জানা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks