এই গ্রীষ্মে ১৯০টি দেশে ১১১টি ভাষায় আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং
সিস্টেম উইন্ডোজ ১০। মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরি মিয়ারসন
সম্প্রতি ব্লগ পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাইক্রোসফটের আগের দুটি ভার্সন উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারকারীরা বিনামূল্যে
আপগ্রেড করে নিতে পারবেন উইন্ডোজ ১০। উইন্ডোজেরজেন্যুইন এবং পাইরেট কপি
উভয় ব্যবহারকারীই পাচ্ছেন আপগ্রেডিংয়ের সুবিধা।
তবে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপগ্রেডিং করার সুবিধা প্রথম বছরেই মিলবে।
তবে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপগ্রেডিং করার সুবিধা প্রথম বছরেই মিলবে।
মাইক্রোসফটের নতুন এই অপারেটিং সিস্টেমে নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে।
এই ভার্সনটির জন্য নতুন একটি ব্রাউজার তৈরির কাজ চলছে। এদিকে মাইক্রোসফটের
পুরাতন ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার আর থাকছে না বলে গুঞ্জন উঠেছে। এ
বিষয়ে মাইক্রোসফট ইন্টারনেট জানিয়েছে, এক্সপ্লোরার চিরতরে বন্ধ করে দেয়ার
ইচ্ছে নেই তাদের। উইন্ডোজ ১০ এর অল্পকিছু ভার্সনে ইন্টারনেট এক্সপ্লোরার
থাকছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন