বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ তাদের নতুন ভার্সন
‘উইন্ডোজ ১০’ বাজারে ছাড়ার সময় ঘোষণা করেছে। এই গ্রীষ্মেই অবমুক্ত করা হবে
এটি। যদিও এর আগে উইন্ডোজের নতুন ভার্সনগুলো শরৎকালে অবমুক্ত করা হয়েছিল।
এবারই এই নিয়মের ব্যতিক্রম করতে যাচ্ছে মাইক্রোসফট ইনকরপোরেশন।
এ বছরের শুরুতে জানুয়ারি মাসে মাইক্রোসফট জানিয়েছিল, উইন্ডোজের নতুন
ভার্সন ব্যবহারকারীরা ফ্রিতে আপগ্রেড করে নিতে পারবে। ফলে উইন্ডোজ ৭ এবং ৮
ব্যবহারকারীরা প্রথম বছরে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপগ্রেড পাচ্ছেন।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের প্রধান টেরি মেয়ারসন রয়টার্সকে
জানিয়েছেন, তারা উইন্ডোজের জেনুইন কিংবা পাইরেটেড সকল ভার্সনের জন্য
উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড সুবিধা দিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন