এই গ্রীষ্মে ১৯০টি দেশে ১১১টি ভাষায় আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং
সিস্টেম উইন্ডোজ ১০। মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরি মিয়ারসন
সম্প্রতি ব্লগ পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাইক্রোসফটের আগের দুটি ভার্সন উইন্ডোজ ৭ ও ৮ ব্যবহারকারীরা বিনামূল্যে
আপগ্রেড করে নিতে পারবেন উইন্ডোজ ১০। উইন্ডোজেরজেন্যুইন এবং পাইরেট কপি
উভয় ব্যবহারকারীই পাচ্ছেন আপগ্রেডিংয়ের সুবিধা।